কেন আমাদের পেপ্যাল দরকার
কেন আমাদের পেপ্যাল দরকার এই বিষয়টা আমার ধারনা নীতিনির্ধারকদের কাছে সঠিক ভাবে পৌছাচ্ছে না। আমার ধারনা উনারা মনে করেন ফ্রিল্যান্সারদের টাকা আনতেই কেবল পেপ্যাল লাগবে। এটা খুব ভুল ধারনা। আসল বিষয়টা ভিন্ন। পেপ্যাল ছাড়া অনেক রকমের সমস্যা আমাদের হয়।
পেপ্যাল নিয়ে একেক জন একেক ধরনের সমস্যা ফেস করেছে।
যেমন আসুন আমরা কিছু সমস্যা নিয়ে আলোচনা করি :
১। একজন আমাকে বলেছে ভাইয়া আমার একটা কোর্স কিনতে হচ্ছে কিন্তু আমি পারছি না আমার পেপ্যাল আছে এমন কারো সাহায্য লাগবে।
২। কিছুদিন আগে আরেকজন একটা সফটওয়্যার কিনতে চাইলো, সেলার কেবল পেপ্যাল একসেপ্ট করে।
৩। একজন বলছে ভাই আমি একটা সাইটে কাজ করছি ১ বছর ধরে এবং সেখানে প্রায় ৭৩০+ ডলার জমা আছে কিন্তু আমি পেপাল এর কারনে উঠাতে পারছি না ।
ব্যক্তিগত ভাবে ফেসকরা এই ধরনের স্টোরি গুলো জানতে চাচ্ছিলাম। প্রত্যেকটা স্টোরি একেকটা কারন পেপ্যাল কেন লাগবে ।